ডাস্টবিন থেকে প্রায় সাড়ে ৩ লাখ ডলারের চিত্রকর্ম উদ্ধার

ডাস্টবিন থেকে প্রায় সাড়ে ৩ লাখ ডলারের চিত্রকর্ম উদ্ধার

অনলাইন ডেস্ক

ফরাসি চিত্রশিল্পী ইয়েভেস টাঙ্গুর একটি পেইন্টিং ড্যুসেলডর্ফ বিমানবন্দরের ডাস্টবিন থেকে উদ্ধার করেছে জার্মান পুলিশ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জার্মান পুলিশ জানায়, নভেম্বর মাসের শেষে এক ব্যবসায়ী ড্যুসেলডর্ফ বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে পেইন্টিংটি ফেলে যায়। যার মূল্য ২ লাখ ৮০ হাজার ইউরো বা ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

তেলআবিব যাওয়ার জন্য এক ব্যবসায়ী বিমানে ওঠার আগে বোর্ডিংয়ের সময় মনে করতে পারেন যে তিনি ভুল করে এয়ারপোর্টে পেইন্টিংটি ফেলে এসেছেন।

বিমান ইসরায়েলে অবতরণ করার সাথে সাথেই তিনি ড্যুসেলডর্ফের পুলিশের সাথে যোগাযোগ করেন।

পরে পুলিশ পরিচ্ছন্নতা বিভাগের সহায়তায় একটি কাগজ ফেলার বিনের ভেতর থেকে ছবিটি উদ্ধার করেন।


ত্বকের যত্নে খেতে পারেন লেবুর খোসা

কালো জাদু : বাবার হাতে খুন দুই বোন


পুলিশের মুখপাত্র আন্দ্রে হার্টভিগ বলেন, এ বছর আমাদের সবচেয়ে বড় আনন্দের খবরগুলোর মধ্যে এটি একটি, যা সত্যিকার অর্থেই গোয়েন্দার কাজ ছিল।

পরাবাস্তববাদী চিত্রশিল্পী ইয়েভেস টাঙ্গুর জন্ম ১৯০০ সালে।

৫৫ বছর বয়সে তিনি মারা যান।

news24bd.tv / নকিব