পাক বোলিংয়ে  বিপর্যস্ত প্রোটিয়া

পাক বোলিংয়ে বিপর্যস্ত প্রোটিয়া

অনলাইন ডেস্ক

১৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা। করাচি টেস্টে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া আফ্রিকা অলআউট  হয়েছে ২২০ রানে।  

টস জিতে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে বড় স্কোর গড়তে পারেনি কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন দলটি।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন লেগ স্পিনার ইয়াসির শাহ।

এছাড়া দুটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও করাচি টেস্টে ৩৪ বছর বয়সে অভিষেক হওয়া অফস্পিনার নোমান আলী।

দুই ওপেনার দেখে শুনে শুরু করলেও দলীয় ৩০ রানে আঘাত হানেন শাহিন আফ্রিদি। এইডেন মার্করামকে ফেরান ব্যক্তিগত ১৩ রানে। এরপর ভ্যান ডার ডুসেনও টিকতে পারেননি বেশিক্ষণ।

১৭ রান করে ফিরে যান তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে ডেন এলগার তুলে নেন ফিফটি। মিডল অর্ডারে প্রতিরোধ গড়তে পারেনি কেউই। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আসা-যাওয়া মিছিলে ব্যস্ত ছিল প্রোটিয়া ব্যাটসম্যানরা।  

আরও পড়ুন:


চৌদ্দশ বছর পুর্বের নবী (সা.) এর বাণীকে মেনে নিল বিজ্ঞান

কালো জাদু : বাবার হাতে খুন দুই বোন

মহানবী (সা.) এর বাণীকে সত্য প্রমাণ করল বিজ্ঞান

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম

পাকিস্তানি বোলারদের মধ্যে ৩ উইকেট নেন অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহ, ২ উইকেট নেন ৩৫ বছর বয়সে অভিষিক্ত নুমান আলি। শাহিন শাহ আফ্রিদিও নেন ২ উইকেট। ১টি উইকেট নেন হাসান আলি। বাকি দুই ব্যাটসম্যান হলেন রান আউট।

জবাব দিতে নেমে অবস্থা ভালো না পাকিস্তানেরও। ১৫ রানেই দুই উইকেট হারিয়ে বসেছে তারা। ৯ রান করে আউট হয়ে যান ওপেনার ইমরান বাট। আবিদ আলি আউট হয়ে যান ৪ রান করে। এ রিপোর্ট লেখার সময় ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬ রান।

news24bd.tv/আলী