নিরাপত্তার চাদরে চট্টগ্রাম

নিরাপত্তার চাদরে চট্টগ্রাম

Other

রাত পোহালেই চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট। শেষ হচ্ছে অধির অপেক্ষার পালা। ভোটের জন্য প্রস্তুত ৭৩৫ কেন্দ্র। তবে এরমধ্যে ঝুঁকিপূর্ণ চারশোর বেশি।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তার মোড়কে পুরো নগরী। আবারো নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার আশ্বাস দিলেন রিটানিং কর্মকর্তা।  

টানা ১৭ দিনের জমজমাট প্রচার প্রচারণা শেষে নগরবাসীর রায় নিতেই চট্টগ্রামের জিমনেসিয়ামে এই আয়োজন। মঙ্গলবার সকাল থেকেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ অন্যান্য সরঞ্জাম পৌছে দেয়া হয় নগরীর ৭৩৫টি ভোট কেন্দ্রে।

রিটানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানিয়েছেন ৪১টি ওয়ার্ডে ৪১৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ধরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এদিকে ভোটকে ঘিরে নগরীতে বাড়তি নিরাপত্তার  নিশ্চিত করা হয়েছে বলে জানান সিএমপি কমিশনার।


দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলাদেশের সেনাবাহিনী

ইভিএম জালিয়াতির মেশিন: রিজভী

৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী


এদিকে প্রথমবারের মত চট্টগ্রাম সিটির পূর্নাঙ্গ ইভিএম পদ্ধতির ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

নগরীজুড়ে শিথিল করা হয়েছে গণপরিবহণ চলাচল। বাড়ানো হয়েছে বিজিবি ও র্যা বের টহল।

news24bd.tv নাজিম