এলজিইডির রাস্তা ও ব্রিজ নির্মাণে বাজেট বৃদ্ধি: এলজিইডি মন্ত্রী

এলজিইডির রাস্তা ও ব্রিজ নির্মাণে বাজেট বৃদ্ধি: এলজিইডি মন্ত্রী

Other

গাজীপুরে এলজিইডি মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সারাদেশে এলজিইডি আওতাধীন রাস্তা ও ব্রিজ নির্মাণের জন্য বাজেট বাড়ানো হয়েছে। টেকসই নির্মাণ কাজের জন্যে প্রকৌশলী ছাড়াও দক্ষ শ্রমিক- রাজমিস্ত্রি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে সাংবাদিকদের কথা আলাপকালে এসব কথা বলেছেন।

এ সময় তিনি গাজীপুর সিটিতে চলমান বিভিন্ন প্রকল্প এর কথা উল্লেখ করে মানসহ সার্বিক বিষয়ে প্রশংসা করেন।

আরও পড়ুন: মর্গে মৃত তরুণীদের ধর্ষণের ঘটনায় মুন্না ৪ দিনের রিমান্ডে

আরও পড়ুন: কোকোর মৃত্যুকে ‘হত্যা’ বলছেন ফখরুল

পুলিশের সোর্সকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা

এর আগে গাজীপুর মহানগরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এ সময় গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহউদ্দিন , প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন, পুলিশের উপ-কমিশনার জাকির হাসান,
গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর