যত দ্রুত সম্ভব পর্যটন ভিসা চালু করবে ভারত: বিক্রম দোরাইস্বামী

যত দ্রুত সম্ভব পর্যটন ভিসা চালু করবে ভারত: বিক্রম দোরাইস্বামী

Other

করোনা পরিস্থিতি বিবেচনা করে শিগগির ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত। মঙ্গলবার ঢাকার ভারতীয় হাই কমিশনে দেশটির ৭২ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানান হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

অনুমতি পেলে বাংলাদেশে বায়োটেক ভ্যাকসিন ট্রায়ালের পাশাপাশি চুক্তি অনুযায়ী দ্রুততম সময়ে ভ্যাকসিন সরবরাহের কথাও জানান ভারতীয় হাইকমিশনার।

ঢাকায় যথাযথ মর্যাদায় উদযাপিত হলো ৭২তম ভারতীয় প্রজাতন্ত্র দিবস।

মঙ্গলবার সকালে ভারতীয় হাই কমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আরও পড়ুন: মর্গে মৃত তরুণীদের ধর্ষণের ঘটনায় মুন্না ৪ দিনের রিমান্ডে

আরও পড়ুন: কোকোর মৃত্যুকে ‘হত্যা’ বলছেন ফখরুল

পুলিশের সোর্সকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশটির জাতীয় পতাকা উত্তোলন শেষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দোরাইস্বামী।

আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাইকমিশনার বলেন, দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ ভারত।

অনুমতি পেলে বাংলাদেশে বায়োটেকের ভ্যাকসিন ট্রায়াল দিতে চায় তার দেশ।  

এক প্রশ্নের উত্তরে তিনি আরো জানান, যত দ্রুত সম্ভব ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত।

নিজ দেশের জনগণের পাশাপাশি প্রতিবেশীদেরও ইমিউনিটি বাড়াতে ভারত সরকার  বিভিন্ন দেশে ভ্যাকসিন সরবরাহ করছে- বলেন হাই কমিশনার।

news24bd.tv তৌহিদ