মেয়র যায় মেয়র আসে, জলাবদ্ধতা যায় না

ফাইল ছবি

মেয়র যায় মেয়র আসে, জলাবদ্ধতা যায় না

Other

চট্টগ্রামের সবচেয়ে বড় নাগরিক সমস্যা জলাবদ্ধতা। খাল ও ফুটপাত অবৈধদখল, যানজট,বর্জ্যব্যবস্থাপনার মতো সমস্যারও সমাধান চান নগরবাসী। নির্বাচনের সময় সমাধানের প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়ন নিয়ে হতাশই থাকতে হয় ভোটারদের। এবারও পেয়েছেন প্রতিশ্রুতি, আবারও আশা নিয়ে ভোট উৎসবে তারা।

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগর। প্রায় ৭০ লাখ মানুষের বসবাস কর্ণফুলী তীরের এই শহরে। পাহাড় নদী সমুদ্রের এই শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা, তারপর  যানজট,  অপরিকল্পিত নগরায়ণ,  মশার উৎপাত, খাল ও ফুটপাত দখলের মতো সমস্যা দীর্ঘদিনের।

মেয়র আসে মেয়র যায় বন্দরনগরীর সমস্যা রয়েই যায়।

 


নিরাপত্তার চাদরে চট্টগ্রাম

দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলাদেশের সেনাবাহিনী

ইভিএম জালিয়াতির মেশিন: রিজভী

৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী


এমন বাস্তবতায় আবারো নগরপিতা নির্বাচনের ভোট। আবারও প্রতিশ্রুতি প্রার্থীদের।

এই বাস্তবতায়  গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে নতুন মেয়রকে কাজ করার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাপনাবিদ দেলোয়ার হোসেন মজুমদার।

news24bd.tv নাজিম