ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খুলবে : জাকির হোসেন

ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খুলবে : জাকির হোসেন

Other

ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্কুল খোলার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। একাধিক শিফট করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হবে।

এদিকে যত দ্রুত সম্ভব এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এ সংক্রান্ত সংশোধিত আইনের গেজেটও প্রকাশ করা হয়েছে।

 

করোনা মহামারির কারণে ১৭ মার্চ থেকে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে ছুটি কয়েক দফায় বাড়ানো হয়। এছাড়াও করোনার কারণে স্কুল কলেজে পাবলিক পরীক্ষায়ও সরকার পরিবর্তন আনে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্কুল খোলা নিয়েকথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

জানান, প্রতিদিন ক্লাস না নিয়ে একদিন এক শ্রেণির ক্লাস নেওয়া হবে।

আরও পড়ুন: মর্গে মৃত তরুণীদের ধর্ষণের ঘটনায় মুন্না ৪ দিনের রিমান্ডে

আরও পড়ুন: কোকোর মৃত্যুকে ‘হত্যা’ বলছেন ফখরুল

পুলিশের সোর্সকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা

তবে বেসরকারি কিন্ডারগার্টেনগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে এ সংক্রান্ত সংশোধনী আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দ্রুত সময়ের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেয়া হবে বলে নিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের ফলের অপেক্ষায় দেশের পৌনে ১৪ লাখ শিক্ষার্থী।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর