রাজশাহীর রাজনীতিতে হঠাৎ-ই মুখোমুখি তিন নেতা

রাজশাহীর রাজনীতিতে হঠাৎ-ই মুখোমুখি তিন নেতা

Other

রাজশাহীর রাজনীতিতে হঠাৎ-ই মুখোমুখি তিন নেতা। একজন আরেকজনের বিরুদ্ধে করছেন বিষোদগার। এতোদিন কথার মধ্যে সীমাবদ্ধ ছিল এ ঘটনা। তবে এবার বহিস্কার পর্যন্ত গেছে তাদের তিক্ততা।

শীর্ষ তিন পদের তিন নেতার এমন অবস্থানে জটিল হচ্ছে পরিস্থিতি।

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ঘনিষ্ট বন্ধু ছিলেন। হঠাৎ-ই চির ধরেছে তাদের সম্পর্কে। মোহাম্মদ আলী সরকারের বিরুদ্ধে এখন প্রকাশ্যে মাঠে বন্ধু ফজলে হোসেন বাদশা।

আরও পড়ুন: মর্গে মৃত তরুণীদের ধর্ষণের ঘটনায় মুন্না ৪ দিনের রিমান্ডে

আরও পড়ুন: কোকোর মৃত্যুকে ‘হত্যা’ বলছেন ফখরুল

পুলিশের সোর্সকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা

শুধু বাদশা নন, কেন্দ্রীয় শহীদ মিনার ইস্যুতে চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জেলা পরিষদের চেয়ারম্যান অবশ্য দাবি করেছেন, বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের কাজ চলছে। যার উদ্বোধন করেছিলেন মেয়র। শহীদ মিনার নিয়েও কোনো বিরোধীতা করছেন না। আওয়ামী লীগকে নিয়ে একটি পক্ষ চক্রান্ত করছে।

একদিকে লিটন-বাদশা, অন্যদিকে মোহাম্মদ আলী সরকার। এই বিরোধ এখন কোথায় গিয়ে থামে তার অপেক্ষায় কর্মীরা।

news24bd.tv তৌহিদ