বরগুনায় ত্রিমুখি সংঘর্ষ

বরগুনায় ত্রিমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগ-বিদ্রোহী প্রার্থী ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক স্বতন্ত্র প্রার্থীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় থানার ওসি, পুলিশ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।  

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে তালতলা এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল।

এসময় সোহেলের ওপর হামলা চালান আওয়ামী লীগ সমর্থকরা।


নিরাপত্তার চাদরে চট্টগ্রাম

দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলাদেশের সেনাবাহিনী

ইভিএম জালিয়াতির মেশিন: রিজভী


 

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। লাঠিচার্জ করে পুলিশ। দু-পক্ষের হামলায় পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিনসহ আহত হন ১৫ পুলিশ সদস্য ও ২ সাংবাদিক।

পরে পুলিশ ফাঁকা গুলি করে ধাওয়া দিলে উভয় পক্ষের আহত হন অর্ধশতাধিক।

news24bd.tv নাজিম