কাল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ

কাল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ

Other

পেশাদার লিগ ফুটবলে বুধবার রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। লিগ টেবিলে এখন পর্যতন্ত শীর্ষে থাকা কিংসের বিপক্ষে রহমতগঞ্জ তুলনামূলক দুর্বল দল হলেও ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছে না বসুন্ধরা কিংস। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য অস্কার ব্রুজনের।

লিগ টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ টেবিলের দশ নম্বরে থাকা রহমতগঞ্জ। অসম লড়াইয়ের আভাস থাকলেও সাবধানী কিংস কোচ অস্কার ব্রুজন।

আরও পড়ুন: মর্গে মৃত তরুণীদের ধর্ষণের ঘটনায় মুন্না ৪ দিনের রিমান্ডে

আরও পড়ুন: কোকোর মৃত্যুকে ‘হত্যা’ বলছেন ফখরুল

পুলিশের সোর্সকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা

দলের সব ফুটবলার আছেন ফিট। অতীত পরিসংখ্যানও কথা বলছে টেবিল টপারদের হয়ে।

সবশেষ ৫ ম্যাচের ৫ জয় তপু বর্মনদের। উভয় দলের সবশেষ দেখা ফেডারেশন কাপে। ৩-০ গোলে সেই ম্যাচে জয় পাওয়া কিংসের হেড টু হেড পরিসংখ্যানও নিজেদের পক্ষে। ৫ বারের মুখোমুখি দেখায় ৫ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন বলেছেন, ‘অতীত নিয়ে ভাবছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ এগুনোর পক্ষে। রহমতগঞ্জকে আমরা শক্তিশালী দল মনে করি। তাদের বিদেশি রিক্রুটমেন্টরা দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা মাঠের লড়াইয়ে জয়ের ব্যাপারে আশাবাদী। ’

ফিসা জটিলতায় ফেডারেশন কাপে দলের সঙ্গে তিন ফরেইনার যুক্ত হতে না পারলেও লিগে নিজেদের বেশ গুছিয়ে এনেছে রহমতগঞ্জ। আক্রমণভাগে বেড়েছে শক্তি। রহমতগঞ্জের সেসব শক্তিমত্মার কথা মাথায় রেখেই মাঠের লড়াইয়ে কোচের দেওয়া নিজেদের কৌশল কাজে লাগিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিংসের ফুটবলাররা।

বসুন্ধরা কিংসের ফুটবলার খালিদ শাফি বলেছেন, কোচের পরিকল্পনা অনুযায়ী খেলবো। প্রতিপক্ষ সম্পর্কে আমরা অবগত। আশা করি পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারব। ’

news24bd.tv তৌহিদ