চার পেসার খেলানো বিদেশে সাফল্য আনবে: শফিকুল হক হীরা

শফিকুল হক হীরা

চার পেসার খেলানো বিদেশে সাফল্য আনবে: শফিকুল হক হীরা

Other

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় পুরো বছরের ব্যস্ত সূচিতে অনুপ্রেরণা যোগাবে টাইগারদের। পাশাপাশি সাকিবের দুর্দান্ত প্রত্যাবর্তন সিরিজে বাংলাদেশের সেরা প্রাপ্তি বলে জানিয়েছেন শফিকুল হক হীরা।  

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানালেন তামিমের অধিনায়কত্ব নিয়ে কোন প্রশ্ন নেই, তবে বিদেশে সফল হতে হলে দলে চার পেসার খেলার প্রস্তুতি নিতে হবে।

অপ্রত্যাশিত এক মহামারীতে স্থগিত হয়েছে একের পর এক সিরিজ।

দেশের ক্রিকেট পিছিয়ে গেছে প্রায় এক বছর। অবশেষে খাচায় বন্দী হয়েই মুক্তির বিজয় উচ্ছ্বাস করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশের যেমন শেষ হয়েছে বিরতি তেমনি অবসান হয়েছে সাকিবের প্রতীক্ষার। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম্যান্সে তাই সিরিজের সবটা আলো তার।

তিন নম্বরের জায়গা হারিয়েও নিজের ফর্ম পড়তে দেননি সাকিব। এমন পরীক্ষিত পারফর্মারের জায়গা বদল তাই অবাক করেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরাকে।  


রোমাঞ্চিত ইয়াসির আলি রাব্বি

নিরাপত্তার চাদরে চট্টগ্রাম

দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলাদেশের সেনাবাহিনী


ওয়ানডে অধিনায়কত্ব পেয়ে প্রথম অ্যাসাইনমেন্টে সফল তামিম। তাই সাবেকদের কাছ থেকে পেলেন স্টার মার্ক।

বরাবরের মত স্পিন নির্ভর বাংলাদেশ এখন নিয়মিত খেলছে দলে তিন জেনুইন পেসার নিয়ে। তবে দেশের বাইরের কন্ডিশন মাথায় রেখে এখন থেকেই চার পেসার নিয়ে খেলার প্রস্তুতি নিতে বললেন শফিকুল হক হীরা।

news24bd.tv নাজিম