বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতি

বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতি

অনলাইন ডেস্ক

একই ছাদের নিচে ৮০ বছর পার করল এক  দম্পতি। ইকুয়েডরের বাসিন্দা মোরা-কুইন্টেরাস দম্পতিকে বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতি হিসেবে স্বীকৃতি দিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। সম্পর্ক টিকিয়ে রাখতে মিথ্যা পরিহার করার পরামর্শ এই দম্পতির। ভালবাসার বন্ধনে তারা এই দীর্ঘ পথ পারি দিয়েছেন।

মোরার বর্তমান বয়স ১১০ বছর এবং কুইন্টেরাসের ১০৪। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রেমিক জুলিও মোরার হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে আসেন কুইন্টেরাস। কারণ, পরিবার তাদের ভালবাসার পথে বাধা হয়ে দাড়াঁয়।

১৯৪১ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন তারা।

সেই থেকে আজ পর্যন্ত ২৯ হাজার দুইশো দিন পারি দিয়েছেন।  


প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

আওয়ামী লীগ যেখানে কখনোই জয়ী হতে পারেনি

চট্টগ্রাম সিটি নির্বাচন: নৌকা-ধানের শীষের লড়াই আজ

যে দুই সূরা পাঠ করলে সর্বপ্রকার অনিষ্ট হতে রক্ষা পাওয়া যাবে


এত বছরের দাম্পত্য জীবনে ডিভোর্সের কথা তারা চিন্তাও করেননি কখনো। পারস্পারিক বিশ্বাস ও ভালবাসাই তাদের একসাথে থাকার মূলমন্ত্র। অন্যদের প্রতি তাদের পরামর্শ সম্পর্কের ক্ষেত্রে মিথ্যা পরিহার করার। কারণ, মিথ্যা সম্পর্ক নষ্ট করে দেয়।  

এই বৃদ্ধ বয়সে তারা অবসর জীবন কাটাচ্ছেন। পুরনো স্মৃতি হাতরে আর ফ্রেমবন্দী দিনের স্মৃতি রোমন্থন করে। তাদের মেয়ে সিসিলিয়া বলেন, সিনেমা ও থিয়েটার দেখতে যাওয়া তাদের অন্যতম শখ। পরিবারের সদস্যদের সাথে গাছ রোপন করেও সময় কাটে তাদের।  

উত্তরসূরি হিসেবে কয়েক প্রজন্ম দেখার সুযোগ পেয়েছেন তারা।  

news24bd.tv আয়শা