চসিক নির্বাচন: সংঘর্ষে দুই যুবক নিহত

চসিক নির্বাচন: সংঘর্ষে দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় নগরের খুলশী থানার আমবাগান এলাকায় মো. আলাউদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

সংঘর্ষের এই ঘটনায় ৫জন আহত হয়েছেন। বুধবার সকালে নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমাবাগন ইউসেপ স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। আলাউদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের কর্মী।

সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলার ইউসেফ আমবাগান স্কুল কেন্দ্রে আধিপত্য বিস্তারের জের ধরে লাগা সংঘর্ষে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে নিহত হন তিনি। এই হত্যার জন্য সেই ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ওয়াসিম চৌধুরীর অনুসারীদের দায়ী করা হচ্ছে। এই হত্যার পর ঝাউতলা এলাকায় রেল লাইন অবরোধ করে রেখেছেন মাহমুদুরের সমর্থকরা।

আরও পড়ুন:


পুলিশ পিটিয়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল, ১৫টি মামলা

আরেকটি প্রহসনের নির্বাচন চলছে: রিজভী

রাষ্ট্রযন্ত্রকে সাথে নিয়ে ভোট ডাকাতির মহোৎসব চলছে: ডা. শাহাদাত

চসিক নির্বাচন: দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গোলাগুলি


 

আরেকটি ঘটনা নগরীর পাহাড়তলীতে।

দুপক্ষের মধ্যকার সংঘর্ষে নিজাম উদ্দিন নামের একজন নিহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের হোসেনের কর্মী বলে জানা গেছে।

নিজাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

news24bd.tv আহমেদ