সিনেটে ট্রাম্পের অভিশংসন এখন আরো কঠিন

সিনেটে ট্রাম্পের অভিশংসন এখন আরো কঠিন

অনলাইন ডেস্ক

হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব তো আগেই পাশ হয়েছিলো। তবে এবার সিনেটে এই প্রস্তাব পাঠানো হয়েছে। সিনেটে সেই প্রস্তাব নিয়ে আলোচনার আগে মঙ্গলবার ভোটাভুটি হয়েছে। ভোট নেওয়া হয়েছে অভিশংসন ট্রায়াল বাতিল করা হবে, না হবে না তা জানার জন্য।

সেখানে মাত্র পাচঁজন রিপাবলিকান সদস্য ভোট ট্রাম্পের বিপক্ষে দিয়েছেন। এই প্রস্তাব ৫৫-৪৫ ভোটে খারিজ হয়েছে। আর এর মাধ্যমেই বোঝা গেল যে সিনেটে ট্রাম্পকে অভিশংসন করা কঠিন হবে। মার্কিন সংবিধান অনুসারে কোন প্রেসিডেন্টকে অভিশংসন করার জন্য উপস্থিত সদস্যদের কমপক্ষে দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন।


পাথরঘাটায় সংঘর্ষে আহত ৪, ভোট স্থগিত

প্রথমে কারা এবং কত মানুষ টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী


ফলে মূল প্রস্তাব নিয়ে ভোটাভুটির সময় রিপাবলিকান সদস্যরা মতবদল না করলে ট্রাম্পকে ইমপিচ করা যাবে না। এখনো পর্যন্ত সিনেটে মাত্র পাঁচজন রিপাবলিকান ট্রাম্পকে অভিশংসন করার পক্ষে।

সিনেটে ট্রাম্পের ইমপিচমেন্ট ট্রায়াল হবে আগামী ৮ ফেব্রুয়ারি।

সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে

news24bd.tv আয়শা