রীতি ভেঙে পৌরোহিত্যে নারীরা

রীতি ভেঙে পৌরোহিত্যে নারীরা

অনলাইন ডেস্ক

সমাজ ধর্ম সংস্কৃতিভেদে অনেক ক্ষেত্রেই নারীরা কিছু দায়িত্ব পালন করতে পারেন না। এগুলো করেন পুরুষরা। সেই আদিকাল থেকেই। তবে এবার রীতি বদলে ভারতের এক নারী পৌরহিত্য করেছেন।

 

প্রথা অনুযায়ী হিন্দুদের পূজা বা বিয়েতে নারীরা পুরোহিত হতে পারেন না। তবে এই নিয়ম ভাঙার চেষ্টা করছেন অনেকে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির শিক্ষক নন্দিনী ভৌমিক পুরোহিত হিসেবে একাধিক বিয়ে পড়িয়ে গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়েছেন।


সিনেটে ট্রাম্পের অভিশংসন এখন আরো কঠিন


মহারাষ্ট্রেও একটি পুরোহিত পাঠশালা নারীদের পৌরোহিত্যের দীক্ষা দিয়ে আসছে।

দু'জন হিন্দু বিধবাকে ভারতের কর্ণাটক রাজ্যের একটা মন্দিরে পুরোহিত হিসেবে নিয়োগ করা হয়েছিল ২০১৬ সালে।

সূত্র: ডয়েচে ভেলে

news24bd.tv আয়শা