বিএনপির ৪৬ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

বিএনপির ৪৬ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক

বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন সহ ৪৬ বিএনপি নেতাকর্মীর এক মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সাথে সাথে আগামি এক মাস পরে তাদেরকে বিচারিক (নিন্ম)আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এ বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুজ্জামান ও আজমল হোসেন খোকন।


বিরাট কোহলিদের সঙ্গে খেলতে চান সানি লিওন!

চসিক নির্বাচন: ভাইয়ের হাতে ভাই খুন

পুলিশ পিটিয়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল, ১৫টি মামলা

নতুন রাজনৈতিক অফিস খুলেছেন ট্রাম্প


আজমল হোসেন খোকন বলেন, তোফাজ্জল হোসেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে গত ১৬ জানুয়ারি মেয়র পদে নির্বাচিত হন। পৌরসভা নির্বাচনের সময় প্রতিপক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ওই ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা হয় থানায়।

তিনি আরও বলেন, মেয়রসহ অভিযুক্তরা হাইকোর্টে হাজির হয়ে এক মাসের জামিন পান।

এক মাস পর তোফাজ্জল হোসেনসহ ৪৬ জনকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে হবে।

news24bd.tv আয়শা