শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো কিনা পরিস্থিতির ওপরে নির্ভর করবে: রিজভী

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো কিনা পরিস্থিতির ওপরে নির্ভর করবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা মিলে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব কিনা সে সিদ্ধান্ত পরিস্থিতির ওপরে নির্ভর করবে।


নিজের ভোটই দিতে পারিনি: বললেন কাউন্সিলর প্রার্থী মনোয়ারা

ভাইয়ের পা ধরেও বাঁচতে পারলেন না নিজাম

পাথরঘাটায় সংঘর্ষে আহত ৪, ভোট স্থগিত


প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮ থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ৪১টি ওয়ার্ডে মোট ৭৩৫টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি বুথে ইভিএম’র মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

news24bd.tv নাজিম