ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায় কফি

ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায় কফি

অনলাইন ডেস্ক

কফি আমাদের নাগরিক জীবনের এক অন্যতম অনুষঙ্গ। অফিসের মিটিংয়ে, ঘরোয়া আড্ডায়, রেস্টুরেন্টে কফির আবেদন সবার শীর্ষে। পনেরোশো শতকের দিকে অটোম্যান সাম্রাজ্যে প্রথম কফির প্রচলন শুরু হয়। এরপর ইউরোপসহ সারা দুনিয়ায় কফির প্রচলন হয়।

কফি আমাদের মানসিকভাবে চাঙ্গা করে তোলে। কফি পানে রয়েছে হাজারো সুবিধা-

ক্যাফেইন যুক্ত কফি খেলে খেলাধুলায় প্রাণ পাওয়া যায়। যদিও হৃদপিণ্ডের গতি বাড়ায়, তারপরও কফি শরীরে উদ্যম ও উৎসাহ তৈরি করে। তাই যে কোনো খেলার আগে কফি পান শরীরে আনে আলাদা শক্তি।

গবেষণায় দেখা গেছে মানসিক চাপের সময়, ২০০ মি.গ্রাম ক্যাফেইন শরীরে গেলে মনযোগ বৃদ্ধি পায়। অন্যদিকে প্রমাণ মিলেছে আলঝেইমার (স্মৃতিভ্রংশ) রোগের ক্ষেত্রে বিশেষ উপকারী পদার্থ ক্যাফেইন।

ক্যাফেইন যুক্ত বা বিহীন, যে কোনো ধরনের কফি টাইপ টু ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায়। সেই সঙ্গে দেখা গেছে কিছু ক্যান্সারের ঝুঁকিও কমায় কফি।


বিরাট কোহলিদের সঙ্গে খেলতে চান সানি লিওন!

চসিক নির্বাচন: ভাইয়ের হাতে ভাই খুন

পুলিশ পিটিয়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল, ১৫টি মামলা

নতুন রাজনৈতিক অফিস খুলেছেন ট্রাম্প


অ্যালকোহল সেবন ও স্থুলতা, যকৃতে মেদ জমার পরিমাণ বাড়িয়ে দেয়। ব্যথার পাশাপাশি যকৃতের অতিরিক্ত মেদ থেকে হতে পারে লিভার সিরোসিস। কিছু গবেষণায় দেখা গেছে, কোনো কোনো সময় লিভার বা যকৃতের মেদ কমাতে ক্যাফেইন কার্যকর ভূমিকা পালন করে।

সত্যি বলতে কফির গন্ধই আপনাকে অনেকখানি চাঙা করে দেয়। আর পেটে কফি পড়লে মনের বিষাদভাব কাটতে বেশি সময় লাগে না।

অস্ট্রেলিয়ার স্নায়ুবিজ্ঞান বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাঁরা হরমোনের সমস্যায় ভুগছেন তাঁদের কফি এড়িয়ে চলাই শ্রেয়। তাঁদের মতে, কফির মধ্যে থাকা ক্যাফেইন কিছু হরমোন ক্ষরণে ব্যাঘাত ঘটায়। এর ফলে শরীরে বিভিন্ন জটিল সমস্যা সৃষ্টি হয়।

news24bd.tv আয়শা