দুদক সহকারী পরিচালক আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষের ভিডিও হাইকোর্টে দাখিলের নির্দেশ
শেষ হলো চসিক নির্বাচনের ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
সকাল ৮টায় ভোট শুরু হলেও এর আগে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভোটকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে।
ভাইয়ের পা ধরেও বাঁচতে পারলেন না নিজাম
পাথরঘাটায় সংঘর্ষে আহত ৪, ভোট স্থগিত
প্রথমে কারা এবং কত মানুষ টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
ভোট দেয় প্রশাসন, আর দেখে জনগণ: সংসদে রুমিন ফারহানা
২০২০ সালের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় নির্বাচনের আট দিন আগে তা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতির উন্নতি বিবেচনায় ২৭ জানুয়ারি ভোটের দিন ঠিক করে নির্বাচন কমিশন। এবার মেয়র নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির দুই প্রার্থীর বাইরে আরও ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন এনপিপি’র আবুল মনজুর (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা)।
এদিকে, ৪১টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ২৩৭ জন। এবার ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের প্রার্থী তারেক সোলেমান সেলিম মারা যাওয়ায় সেখানে কাউন্সিলর নির্বাচন হয়নি। তবে ওই ওয়ার্ডে মেয়র পদে ভোটগ্রহণ হয়।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য