থাইল্যান্ডে শর্তসাপেক্ষে গর্ভপাতের অনুমতি

থাইল্যান্ডে শর্তসাপেক্ষে গর্ভপাতের অনুমতি

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে শর্তসাপেক্ষে গর্ভপাত ঘটাতে পারবেন নারীরা। গত সোমবার সিনেটের এক অধিবেশনে দেশটির আইন প্রণেতারা এই সিদ্ধান্তের পক্ষে ভোট দেন।

শর্তগুলো হলো- ভ্রূণের ক্ষতির আশঙ্কা, মায়ের জীবনের ঝুঁকি, গর্ভাবস্থায় ধর্ষণ ও প্রতারণার শিকার হওয়া। এসব পরিস্থিতিতে নারীরা কেবলমাত্র গর্ভাবস্থার প্রথম সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত ঘটাতে পারবেন।

এর পর গর্ভপাত করলে ৬ মাসের জেল বা ১০ হাজার ভাট (প্রায় ২৮ হাজার টাকা) জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে আইন পাস করা হয়।


বিরাট কোহলিদের সঙ্গে খেলতে চান সানি লিওন!

রাতে কলা খেলে ঘুম ভালো হয়

পুলিশ পিটিয়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল, ১৫টি মামলা

ভাইয়ের পা ধরেও বাঁচতে পারলেন না নিজাম


এ ব্যাপারে সিনেটর ওয়ানলপ তংখানানুরাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "১২ সপ্তাহের পরে গর্ভপাতের প্রয়োজন হলে নির্দিষ্ট চিকিৎসকের মাধ্যমে করাতে পারবেন। তবে এর ব্যত্যয় হলে জরিমানা গুনতে হবে। "

অন্যদিকে, নতুন এই গর্ভপাত আইনে জরিমানার বিরোধীতা করে বিরোধীরা বলেন, এটি নারীর মর্যাদাকে কলঙ্কিত করবে।

পাশাপাশি এটি নারীর অধিকারকেও ক্ষুণ্ণ করবে। তাই অবিলম্বে এই আইনের জরিমানার বিষয়টি বাতিল করতে হবে।

news24bd.tv / নকিব