‘কোন কিছু ভালো লাগে না’ এমন রোগে আক্রান্তরা টিকা কার্যক্রমের সমালোচক: প্রধানমন্ত্রী

‘কোন কিছু ভালো লাগে না’ এমন রোগে আক্রান্তরা টিকা কার্যক্রমের সমালোচক: প্রধানমন্ত্রী

Other

দেশে শুরু হলো প্রতিক্ষীত করোনাভাইরাস টিকাদান কার্যক্রম। কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার মাধ্যমে শুরু হওয়া এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশে ‘কোন কিছু ভালো লাগে না’ এমন রোগে আক্রান্তরা টিকা কার্যক্রমের সমালোচনা করছেন। তবে তাদের সমালোচনা সরকারের কাজের প্রণোদনাকে আরো বাড়িয়ে দিয়েছে।

 

কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরনিকা কস্তার দেহে প্রয়োগের মাধ্যমে শুরু হলো বাংলাদশে করোনার টিকা কার্যক্রম। ঐতিহাসিক এই মুহূর্তটিতে গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহস দেন রুনু এবং টিকা নেয়া আরো চারজনকে।

টিকার পরীক্ষামুলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, কোভিড আক্রান্তদের চিকিৎসা, সংক্রমণ রোধ এবং টিকা আমদানীতে খরচ করতে কোন ধরণের কার্পণ্য করেনি সরকার।


সংঘর্ষের মধ্য দিয়ে ভোটগ্রহণ: এখন চলছে গণনা

ভাইয়ের পা ধরেও বাঁচতে পারলেন না নিজাম

পাথরঘাটায় সংঘর্ষে আহত ৪, ভোট স্থগিত

প্রথমে কারা এবং কত মানুষ টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী


সরকার প্রধান বলেন, নানা ধরণের প্রতিকূলতার পরও, সঠিক সময়ে টিকা আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

৭ ফেব্রুয়ারি থেকে সারা সারা দেশে ব্যাপকহারে শুরু হবে টিকা দেয়া। নির্ধারিত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে এই টিকা নিতে পারবেন মানুষ। তবে এর জন্য অনলাইন প্ল্যাটফর্ম সুরক্ষার মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে টিকা গ্রহীতাদের।

news24bd.tv নাজিম