টিকা নিয়ে যা বললেন টিকা গ্রহণকারীরা

টিকা নিয়ে যা বললেন টিকা গ্রহণকারীরা

অনলাইন ডেস্ক

টিকা নিয়েছি, কোনো ধরনের সমস্যা হয়নি। আতঙ্কিত না হয়ে, আপনারাও টিকা নিন’- টিকা নেওয়ার পর এমনভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন টিকা গ্রহণকারীরা।

বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কর্মসূচি উদ্বোধনের পর তারা বলেন, সবাই সুস্থ্য আছেন।

সূত্র জানায়, প্রথম টিকা নেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা।

এরপর পর্যায়ক্রমে চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেন মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের সদস্য দিদারুল ইসলাম এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।

প্রেমিকের সঙ্গে বিয়ের আশ্বাসে নারীকে রাতভর পালাক্রমে ধর্ষণ, ইউপি সদস্য ধরা

প্রথম ৫ জনকে ভ্যাকসিন দেওয়ার পর সবাই সুস্থ্য আছেন: স্বাস্থ্যমন্ত্রী

দেশে প্রথম করোনা টিকা নিলেন যে পাঁচজন

এসএসসির প্রকাশিত সিলেবাস বুধ ও বৃহস্পতিবারের মধ্যেই বাতিল

সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা এর আগে সাংবাদিকদের বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। তবে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে আমি ভ্যাকসিন নেব। অনেকেই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলছেন।

কিন্তু এটাও বুঝতে হবে— এই ভ্যাকসিনটি কিন্তু তৈরি করা হয়েছে একটি ভালো উদ্দেশ্যেই।

বিস্তারিত আসছে...

news24bd.tv তৌহিদ