বিচার শেষ হয়নি ১৬ বছরে; হতাশ কিবরিয়ার পরিবার

শাহ এএমএস কিবরিয়া

বিচার শেষ হয়নি ১৬ বছরে; হতাশ কিবরিয়ার পরিবার

Other

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ১৬ বছরেও শেষ হয়নি বিচারকাজ। ধীর গতিতে চলছে এ হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ। এতে হতাশ কিবরিরার পরিবার। হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় আরও নিহত হন চারজন। আর আহত  হন কমপক্ষে শতাধিক নেতাকর্মী।

এ ঘটনার রাতেই  হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান।

এই  দুইটি মামলায় ১৭১জন সাক্ষীর মধ্যে শেষ হয়েছে মাত্র ৪৩ জন সাক্ষীর স্বাক্ষ্য।

মামলার বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ সাবেক অর্থমন্ত্রীর ছেলে ড. রেজা কিবরিয়া।


সংঘর্ষের মধ্য দিয়ে ভোটগ্রহণ: এখন চলছে গণনা

ভাইয়ের পা ধরেও বাঁচতে পারলেন না নিজাম

পাথরঘাটায় সংঘর্ষে আহত ৪, ভোট স্থগিত

প্রথমে কারা এবং কত মানুষ টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী


বর্তমান সরকারের আমলেই কিবরিয়া হত্যার বিচার কাজ শেষ  করার দাবি  জানিয়েছেন মামলার বাদী। স্বাক্ষী ও আসামীদের অনুপস্থিতির কারণে এ  মামলার বিচার কাজ শেষ হচ্ছে না বলে  জানালেন সরকারী কৌশলি অ্যাডভোকেট সরোওয়ার আহমদ চৌধুরী আবদাল।  

২০১৫ সালের জুনে এই  মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এরপর থেকে সেখানেই চলছে বিচার কাজ।

news24bd.tv নাজিম