করোনায় ভয়ে বাংলাদেশে আসেনি, নিজ দেশেই আক্রান্ত ক্যারিবীয় ওপেনার

করোনায় ভয়ে বাংলাদেশে আসেনি, নিজ দেশেই আক্রান্ত ক্যারিবীয় ওপেনার

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস থেকে সতর্কতা ও ব্যক্তিগত ভয়ের কারণ দেখিয়ে বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন অন্তত ১০ জন ক্রিকেটার। তাদের ছাড়া প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশ সফরে খেলছে ক্যারিবীয়রা।

নাম প্রত্যাহার করা তালিকায় ছিলেন ডানহাতি ওপেনার শাই হোপও। করোনার ভয়ে বাংলাদেশে না এসেও নিজেকে নিরাপদ রাখতে পারলেন না ২৭ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

নিজ দেশে বসেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। শাই হোপ একা নন, তার ভাই কাইল হোপও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।


প্রেমিকের সঙ্গে বিয়ের আশ্বাসে নারীকে রাতভর পালাক্রমে ধর্ষণ, ইউপি সদস্য ধরা

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে যৌনপেশা

নায়িকা তমার ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি দিলেন সাবেক স্বামী


দেশে বসে হোপ ভাইরা প্রস্তুতি নিচ্ছিলেন ঘরোয়া আসর রেজিওনাল সুপার ৫০ কাপ ওয়ানডে টুর্নামেন্টে অংশ নেয়ার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় বার্বাডোজ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে তাদের।

এছাড়া গায়ানার ট্রেভন গ্রিফিথও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।

গত ২৪ জানুয়ারি (রোববার) করোনা পরীক্ষা করা হয়েছে রেজিওনাল সুপার ৫০ কাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের। সেখানেই পজিটিভ এসেছে শাই হোপ, কাইল হোপ ও ট্রেভন গ্রিফিথের নমুনার ফলাফল। বাকি যারা করোনা নেগেটিভ আছেন, তাদের প্রবেশ করানো হয়েছে জৈব সুরক্ষা বলয়ে।

news24bd.tv / কামরুল