হাসপাতালে এখন কেমন আছেন সৌরভ

হাসপাতালে এখন কেমন আছেন সৌরভ

Other

হাসপাতালে ভর্তির পর সৌরভ গাঙ্গুলির ইসিজি ও ইকো কার্ডিওগ্রাম করা হয়েছে। বৃহস্পতিবার তাঁর অ্যাঞ্জিওগ্রাম এবং রক্ত পরীক্ষা করা হবে। স্টেন্ট বসানো হবে কী না, বসালে কবে তা ঠিক করা হবে এসব পরীক্ষার ফলাফল হাতে পেয়ে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জানাচ্ছে, সৌরভকে দেখতে আবারো আসতে পারেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

বুধবার বুকে ব্যথা নিয়ে বিসিসিআই সভাপতিকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা বলছেন, বিষয়টি গুরুতর কিছু নয়। তাঁর চিকিৎসা চলছে আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে। চিকিৎসক হিসাবে তাদের বেশ নামডাক আছে।

 


প্রেমিকের সঙ্গে বিয়ের আশ্বাসে নারীকে রাতভর পালাক্রমে ধর্ষণ, ইউপি সদস্য ধরা

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে যৌনপেশা

নায়িকা তমার ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি দিলেন সাবেক স্বামী


এদিকে বুধবার বিকেলে হালকা খাবার খেয়েছেন সৌরভ। স্যুপ জাতীয় খাবারই তাঁকে দেওয়া হয়েছে। এর আগে  গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা নিয়ে ভর্তি হন আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে।  

পরীক্ষা করে দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে। তখনই বুকে একটি স্টেন্ট বসানো হয়। বাকী দুটি রিং হৃদয়ে দাদাকে পরতে হবে কী না এটাই এখন চিকিৎসকদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়।

news24bd.tv / কামরুল