তাইওয়ানের কাছে সামরিক মহড়া, হুঁশিয়ারি বার্তা বলছে চীন

তাইওয়ানের কাছে সামরিক মহড়া, হুঁশিয়ারি বার্তা বলছে চীন

অনলাইন ডেস্ক

তাইওয়ানের কাছে যে সামরিক মহড়া চালানো হয়েছে তার মাধ্যমে মূলত তাইওয়ান দ্বীপের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো এবং তাদের বিদেশি সমর্থকদের প্রতি কঠোর হুঁশিয়ারি বার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছে চীন।

তাইওয়ান বিষয়ক চীনা দপ্তরের নারী মুখপাত্র ঝু ফেংলিয়ান বুধবার বলেন, সামরিক মহড়ার মূল কথা হলো- বিদেশি হস্তক্ষেপ বন্ধ করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি। একইভাবে বিচ্ছিন্নতাবাদীদের উসকানি বন্ধের জন্য এ মহড়া কঠোর হুঁশিয়ারি বার্তা

ঝু ফেংলিয়ান আরো বলেন, চীনের সার্বভৌমত্ব রক্ষার জন্য শক্তি ব্যবহারসহ যেকোন ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার বেজিংয়ের রয়েছে।

আরও পড়ুন:


নির্মাণাধীন মসজিদ গুড়িয়ে দিল ইসরাইলি বাহিনী

বড় বোনকে বিয়ে করতে না পেরে ছোট বোনকে ধর্ষণ

যৌবন বয়সের নিজের ছবি না চিনে পরকীয়া সন্দেহে স্বামীকে কোপালেন স্ত্রী

সূরা ইখলাস তিনবার পড়লে কি কোরআন খতমের সওয়াব হয়?


আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর তাইওয়ানের প্রতি জোরালো সমর্থন ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন চীনা মুখপাত্র।

  

গত রোববার তাইওয়ান জানিয়েছিল, তাদের বিমান প্রতিরক্ষা জোনের কাছে চীন কয়েকটি বোমারু বিমান, জঙ্গিবিমান এবং সাবমেরিন বিধ্বংসী বিমান পাঠায়। ওইদিনই মার্কিন পররাষ্ট্র দপ্তর চীনের এ বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।

news24bd.tv আহমেদ