মার্কিন নারী সেনারা লিপস্টিক-নেইলপলিশ ব্যবহারের অনুমতি পেল

মার্কিন নারী সেনারা লিপস্টিক-নেইলপলিশ ব্যবহারের অনুমতি পেল

অনলাইন ডেস্ক

মার্কিন নারী সেনারা আগের চেয়ে অনেক বেশি সাজসজ্জা করতে পারবেন বলে জানিয়েছে পেন্টাগন। সম্প্রতি নারীদের সাজসজ্জার বিষয়ে পেন্টাগন নিয়মকানুন হালনাগাদ করেছে।

এখন নারীরা, লম্বা চুল, হাত পায়ের নখকে বিভিন্ন রঙ্গে রাঙ্গানো এবং লিপস্টিক ব্যবহার করেতে পারবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

 

গত মঙ্গলবার পেন্টাগন এক বিবৃেতিতে একথা জানান। আগে নারী সেনারা লম্বা চুল রাখেতে পারত না। কারণ, লম্বা চুলে হেলমেট পড়তে অসুবিধা হত। লিপস্টিক পড়া কিংবা হাতের নখ বড় রাখা এবং নখে নেইলপলিশ লাগানো নিষিদ্ধ ছিলো।

এখন এই আইনের মাধ্যমে এসব আইন বদলে গেল।  

লম্বা চুল রেখে নারী সেনারা এখন প্রশিক্ষণের সময় বেনি করে রাখবে। নখে হালকা কালারের রঙ পড়তে বলা হয়েছে। লিপস্টিক কিংবা নেইলপলিশের ক্ষেত্রে হালকা রঙ বাছাই করতে বলা হয়েছে।


কোহলির সঙ্গে খেলতে চায় সানি লিওন!

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে যৌনপেশা

নায়িকা তমার ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি দিলেন সাবেক স্বামী


আর চুলে রঙ করার ক্ষেত্রে গোলাপী, সবুজ এবং নীল রঙ পরিহার করতেও বলা হয়েছে। হালকা রঙ পড়েই নারী সেনারা এখন সাজসজ্জা করতে পারবে।  

নারীরা এখন চাইলে ছেলেদের মত মাথা ন্যাড়াও করতে পারবে। আগে শুুধু ছেলেরা মাথা ন্যাড়া করতে পারত। এখন থেকে নারীরাও পারবে।  

নতুন এই নিয়মানুযায়ী  নারী সেনারা কর্মরত অবস্থায়ও এসব সাজসজ্জা করতে পারবে। তবে উজ্জ্বল রঙ পরিহার করতে হবে।  

news24bd.tv / আয়শা