তাজউদ্দীন আহমদের চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে

তাজউদ্দীন আহমদের চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে

Other

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। বায়োপিক মাস্টার খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগাল নির্মাণ করবেন জাতির পিতার এই বায়োপিক। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমেদ।

বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যার নেতৃত্ব ও বুদ্ধিদীপ্ত কৌশল বাংলাদেশের স্বাধীনতা অর্জনে রেখেছিলো গুরুত্বপূর্ণ অবদান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণের কাজ শুরু হয়েছে এরইমধ্যে। যেখানে তাজউদ্দীন আহমেদের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে।

ফেরদৌস জানান, কিংবদন্তীদের চরিত্রে অভিনয় করা সত্যিই ভাগ্যের ব্যাপার।

আর আমি যার চরিত্রে অভিনয় করছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের। যিনি কিনা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। এটি সত্যিই আনন্দের।

আরও পড়ুন:


চসিক নির্বাচনকে সুষ্ঠু মানতে নারাজ বিশ্লেষকরা

সালমান খান ও জ্যাকুলিনের ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল (ভিডিও)

তাইওয়ানের কাছে সামরিক মহড়া, হুঁশিয়ারি বার্তা বলছে চীন

নির্মাণাধীন মসজিদ গুড়িয়ে দিল ইসরাইলি বাহিনী


যৌথ প্রযোজনার এ সিনেমায় অংশ নিতে খুব শীঘ্রই ফেরদৌস যাচ্ছেন মুম্বাই। যেখানে বঙ্গবন্ধুর বায়োপিকের দৃশ্যধারণে অংশ নিয়েছে অন্য কলাকুশলীরা।  

এছাড়াও বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান,বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান এর চরিত্রে খায়রুল আলম সবুজ,আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ,পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আরেফিন শুভকে। প্রায় ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা বাংলাদেশ ও ভারতে দেখানো হবে।

news24bd.tv আহমেদ