ট্রাম্প ছয় মাস পর বিদায় নিলে বিচারের ফলটা ভিন্ন হতো: বাইডেন

ট্রাম্প ছয় মাস পর বিদায় নিলে বিচারের ফলটা ভিন্ন হতো: বাইডেন

অনলাইন ডেস্ক

ট্রাম্পের অভিশংসনের বিচার না হলে তা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ মন্তব্য করেছেন।

বাইডেন আরও বলেন, ট্রাম্প যদি ছয় মাস পর বিদায় নিতেন তাহলে বিচারের ফলটা ভিন্ন হতো।

মার্কিন সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন-পরবর্তী বিচার শুরু হওয়ার কথা আগামী ৯ ফেব্রুয়ারি।

এদিকে, সিনেটের প্রায় প্রতিটি রিপাবলিকান সদস্য মঙ্গলবার ঘোষণা দিয়েছেন যে, সাবেক কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য বিচারের মুখোমুখি করা স্পষ্টভাবে সংবিধান পরিপন্থী। ফলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিশংসন সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপন হয়েছে সেটির ব্যর্থ হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

গত মঙ্গলবার আমেরিকার কেন্টাকি রাজ্যের সিনেটের র‌্যান্ড পল ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়া চলবে কিনা তা নিয়ে একটি মোশন উত্থাপন করেন। তাতে ৫৫ জন রিপাবলিকান সিনেটর অভিশংসন বিচার প্রক্রিয়ার বিপক্ষে ভোট দেন।

আর পক্ষে ভোট দেন ৪৫ জন সিনেটর। ডেমোক্র্যাট সিনেটের সঙ্গে যোগ দিয়েছেন ৫ জন রিপাবলিকান সিনেটরও।


রাতে কলা খেলে ঘুম ভালো হয়

বিরাট কোহলি ও তামান্না ভাটিয়াকে আইনি নোটিশ

৪০ বছর ধরে ট্রাম্পকে পৃষ্ঠপোষকতা করে আসছে রাশিয়া: নতুন বইয়ের দাবি

টিকা সবাইকে দিয়ে নিই, তারপর আমি নেবো: প্রধানমন্ত্রী


ট্রাম্পকে অভিশংসন করতে হলে কমপক্ষে ১৭ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন দরকার। সুতরাং এই মোশন থেকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, অভিশংসন থেকে বেঁচে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

news24bd.tv / নকিব