দেবী শেটির উপস্থিতিতে স্টেন্ট বসছে সৌরভের

দেবী শেটির উপস্থিতিতে স্টেন্ট বসছে সৌরভের

অনলাইন ডেস্ক

মাত্র ২০ দিন আগে হাসপাতাল ছেড়েছিল বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এর মধ্যে আবারও বুকে ব্যাথা অনুভব করায় বুধবার তাকে ইএম বাইপাসের জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়।

উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার বিকেলে জানায়, আজ বৃহস্পতিবার আবারও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুকে স্টেন্ট বসানো হতে পারে। তার এই অস্ত্রোপচার করবেন ডা.‌ আফতাব খান।

উপস্থিত থাকবেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। ডা.‌ সপ্তর্ষি বসু এবং ডা.‌ সরোজ মণ্ডলও থাকবেন অস্ত্রোপচারে।

আরও পড়ুন:


সবচেয়ে নিরাপদ টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা: সেব্রিনা ফ্লোরা

টিকা নিলেন বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া

বিরাট কোহলি ও তামান্না ভাটিয়াকে আইনি নোটিশ

ইরান প্রতিশ্রুতি রাখলে পরমাণু সমঝোতায় ফিরবে আমেরিকা


ইতিমধ্যে তাঁর ইকো কার্ডিওগ্রাম এবং ইসিজি করা হয়েছে। শারীরিকভাবে তিনি স্থিতিশীল আছে।

 ডা.‌ আফতাব খান বারবার আশ্বস্ত করেছেন, ‘‌তাঁর গুরুতর কিছু হয়নি। ’‌ সে ঠিক মতো খাবারও খাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামিকাল শুক্রবার বাড়ি ফিরতে পারবেন তিনি।   

এর আগে ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে ব্যথা অনুভব করায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিসিসিআই সভাপতিকে। পরীক্ষা করে দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। স্টেন্ট বসানো হয়।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক