এমপিরা নাইটক্লাবে : ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

এমপিরা নাইটক্লাবে : ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাপানের ক্ষমতাসীন জোটের কয়েকজন এমপি করোনার বিধিনিষেধ না মেনে নাইটক্লাবে যাওয়ায় ক্ষমা চাইলেন সে দেশের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জাপান সরকার মহামারীটির বিস্তার রোধে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে৷ তবে ক্ষমতাসীন জোটের একাধিক সাংসদকে গভীর রাতে দেখা গেছে নাইটক্লাবে৷ 

এত  বিব্রত প্রধানমন্ত্রী সংসদে বলেন, এ ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত৷ আমি জনগণকে রাত ৮টার পর বাইরে না খেতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করছি৷ আইনপ্রণেতাদের সবাইকে জনগণের মনোভাব বুঝতে হবে৷

করোনার মধ্যেও অ্যাপল রাজত্ব

পাঁচ সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি

জীবন রক্ষাকারী টিকা নিয়ে গুজব ছড়াবেন না : স্বাস্থ্যমন্ত্রী

করোনার তীব্র সংক্রমণ ঠেকাতে এ মাসে টোকিওসহ অন্য অঞ্চলেও জরুরি অবস্থা জারি করা হয়েছে৷ বার এবং রেস্তোরাঁগুলো রাত ৮টার পর বন্ধ রাখার কথা বলা হলেও নিয়ম অমান্যকারীদের জন্য কোনো শাস্তির বিধান নেই৷

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক দলের প্রবীণ আইনপ্রণেতা মাৎসুমোতো টোকিওর দুটি নাইটক্লাবে গিয়েছিলেন৷ আরেক আইনপ্রণেতা কিয়োহিকো শুক্রবার রাতে একটি নাইটক্লাবে যাওয়ার কথা জানান৷

এ ঘটনা নিয়ে টুইটারেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন৷ একজন লিখেছেন– জনগণের ক্ষোভে ফেটে পড়া এখন শুধু সময়ের ব্যাপার৷ আমি চাই তারা পদত্যাগ করুক৷

news24bd.tv/আলী