হেফাজত ইস্যুতে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে সরকার: ফখরুল
সামাজিক মাধ্যম তরুণীদের মানসিক স্বাস্থ্যকে বেশি ক্ষতিগ্রস্ত করে: গবেষণা
অনলাইন ডেস্ক
অবাধ তথ্য প্রবাহের এই যুগে সবার হাতে হাতে স্মার্টফোন। আর কিশোর-কিশোরী থেকে শুরু করে সকলেই ব্যবহার করছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু কিশোর কিশোরীদের মাত্রাতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।
এডুকেশন পলিসি ইন্সটিটিউট এবং দ্য প্রিন্স ট্রাষ্টের গবেষণায় জানানো হয়, প্রাথমিক স্কুলে প্রত্যেক বাচ্চার আত্মসম্মান ও মানসিক স্বাস্থ্য প্রায় একই থাকে। কিন্তু ১৪ বছর বয়স থেকে তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে থাকে।
গবেষণাটি আরও জানায়, এই বয়সের পর থেকে মেয়েদের মানসিক স্বাস্থ্যে তুলনামূলক বেশি প্রভাব পড়ে।
তাছাড়া শারীরিক ব্যায়ামের অভাবও এক্ষেত্রে বড় একটি কারণ। নিয়মিত শারীরিক ব্যায়াম মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।
গত নভেম্বরে ইংল্যান্ডের ৫ হাজার তরুণ-তরুণীর উপর এই গবেষণা চালানো হয়।
এসময় মহামারী সংক্রান্ত সমসাময়িক বিষয়গুলোর পাশাপাশি তাদের পারিবারিক আয় ও মানসিক স্বাস্থ্যগত বিষয়গুলোও বিবেচনায় রাখা হয়।
গবেষণা রিপোর্টের মতে -
- ১৪ বছর বয়সে নিজের চেহারা নিয়ে প্রতি তিনজনের একজনই সন্তুষ্ট নয়। যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শেষে প্রতি সাত জনের একজন অসন্তুষ্ট থাকে।
- প্রতি ছয় জনে একজন তরুণ বর্তমানে মানসিক অসুস্থতায় ভুগছে। ২০১৭ সালে সংখ্যাটি ছিলো নয় জনে এক জন।
- ১৪ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে খারাপ ফলাফল করা শিক্ষার্থীদের আত্মসম্মান তাদের সমবয়সীদের তুলনায় অনেক কম থাকে।
ট্রাম্প ছয় মাস পর বিদায় নিলে বিচারের ফলটা ভিন্ন হতো: বাইডেন
নিজেকে কারিনা কাপুর দাবি করলেন সাবিলা নূর!
বিরাট কোহলি ও তামান্না ভাটিয়াকে আইনি নোটিশ
সোশ্যাল মিডিয়ার ব্যবহারে মেয়েদের মানসিক স্বাস্থ্য তুলনামুলকভাবে ছেলেদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারা তাদের সমবয়সীদের সাথে নিজেকে তুলনা করে ও নিজের জীবনের ঘাটতিগুলো নিয়ে বেশি দুশ্চিন্তায় ভোগে।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য