বৈঠক নয়, দেখা করতে এসেছিলেন হেফাজত নেতারা: স্বরাষ্ট্রমন্ত্রী
যে কোন সময় টিকা নেবেন হিরো আলম
অনলাইন ডেস্ক
আজকের দিনটিকে বাংলাদেশের মানুষের জন্য বিশেষ আনন্দের বলে দাবি করলেন হিরো আলম। তিনি যে কোনো সময় করোনার টিকা নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।
বুধবার দুপুরে এফডিসিতে হিরো আলম এই কথা বলেন। সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আজ দেশে প্রথমবারের মতো টিকা দেয়া হচ্ছে। আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। দেশের যাদের আগে প্রয়োজন তাদের টিকা দেয়া হলেই ভালো। এরপর সাধারণ মানুষ যারা আগ্রহী তারা টিকা নেবে।’
‘আমি টিকা নিতে প্রস্তুত। যখন আমাকে বলা হবে অবশ্যই আমি টিকা নেব। সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশে এতো তাড়াতাড়ি টিকা নিয়ে আসা হয়েছে। বিশ্বের অনেক দেশ এখনো টিকার দেখা পায়নি।
টিকা নিলেন বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া
বিরাট কোহলি ও তামান্না ভাটিয়াকে আইনি নোটিশ
এটা অবশ্যই আমাদের গর্বের একটি ব্যাপার। কারণ করোনাভাইরাস আসার পর থেকেই আমরা প্রতিনিয়ত দোয়া করেছি কবে কখন টিকা আসবে। অবশেষে টিকা এসেছে’- যোগ করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
ডিশ ব্যবসায়ী থেকে আলোচিত ব্যক্তিতে পরিণত হওয়া হিরো আলম ২০১৬ সালে ফেসবুক গ্রুপগুলোতে ট্রোলড হচ্ছিলেন। সেই সময় তিনি বগুড়ার প্রত্যন্ত অঞ্চল এরুলিয়া থেকে গণমাধ্যমে প্রথমবার জায়গা পান।
সোশ্যাল মিডিয়ার কল্যাণে ‘ভাইরাল স্টার’হয়ে যান হিরো আলম। সম্প্রতি তার বেশ কয়েকটি গান নিয়ে বেশ আলোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
news24bd.tv আয়শা
পরবর্তী খবর
মন্তব্য