ইতালিতে পরিবেশ নোংরা করায় এক বাংলাদেশির জরিমানা

ইতালিতে পরিবেশ নোংরা করায় এক বাংলাদেশির জরিমানা

অনলাইন ডেস্ক

পরিবেশ নোংরা করার অভিযোগে ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় ট্রেভিসো শহরে জরিমানা করা হয়েছে এক বাংলাদেশিকে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বাকি বাংলাদেশিরা।

এ বিষয়টি নিয়ে গত বুধবার শহরটির মেয়র মারিও কোৎঁ নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন, কিছুদিন আগে টেনি স্টেডিয়ামের কাছে সরকারি রাস্তায় এক ব্যক্তি স্যাটেলাইট ডিশ ফেলে যান।

ট্রেভিসোর মেয়রের দেয়া তথ্যমতে, ওই ব্যক্তি প্রথমে দোষ স্বীকার করতে চাননি। পরে তাকে ৪০০ ইউরো জরিমানার পাশাপাশি ফেলে যাওয়া জিনিসটি আবারও বাসায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


রাতে কলা খেলে ঘুম ভালো হয়

ট্রাম্প ছয় মাস পর বিদায় নিলে বিচারের ফলটা ভিন্ন হতো: বাইডেন

দাতব্য কাজে বার্নি স্যান্ডার্সের মিম, আয় ১৮ লাখ ডলার

তান্ত্রিকের পরামর্শে মা-বাবার হাতে খুন দুই কন্যা


এ নিয়ে খুব বেশি তথ্য না থাকলেও স্যাটেলাইট ও আশপাশের সিসি ক্যামেরার ছবি দেখে স্থানীয় পুলিশ অপরাধীকে শনাক্ত করে। তার নামপ্রকাশ করা না হলেও মেয়র জানিয়েছেন, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক।

news24bd.tv / নকিব