করোনায় মারা গেলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু এবং বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি
মুখে ব্রণ উঠলে যা করবেন না
অনলাইন ডেস্ক
শীতের ধুলোবালিযুক্ত শুষ্ক বাতাস ব্রণ হওয়ার জন্য সবচেয়ে আদর্শ পরিবেশ। আর মুখে ব্রণ উঠলে অনেকেরই তা খোঁচানোর অভ্যাস থাকে। এই বদভ্যাসের জন্য আপনি আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।
এতে জীবাণুর সঙ্গে প্রদাহও বেড়ে যায়। অনেকের ধৈর্য আরও কম, ব্রণ পাকার আগেই নখ দিয়ে সেই কাঁচা ব্রণ খুঁটিয়ে তুলে ফেলেন। এতে বিপদ আরও বাড়বে। ত্বকের অন্যখানে ব্রণের রস লেগে নতুন ব্রণের জন্ম হয়।
এ ছাড়া খোঁচানোর কারণে ব্রণের ব্যাকটেরিয়া আশপাশে অন্য ব্রণগুলোতেও ছড়িয়ে পড়ে। তাতে প্রতিনিয়তই নতুন নতুন ক্ষতের সৃষ্টি হয় এবং বাতাসে ভাসমান জীবাণু দ্বারা তা দ্রুতই সংক্রমিত হতে পারে।
শুধু নখ দিয়ে খোঁটা নয়, ব্রণ আঙুলের চাপে ফাটানোর বদভ্যাসও আছে অনেকের। ফাটা ব্রণ থেকে নির্গত রক্ত ও রক্তরস মুখে ক্ষত ও দাগের সৃষ্টি করে।
ট্রাম্প ছয় মাস পর বিদায় নিলে বিচারের ফলটা ভিন্ন হতো: বাইডেন
দাতব্য কাজে বার্নি স্যান্ডার্সের মিম, আয় ১৮ লাখ ডলার
তান্ত্রিকের পরামর্শে মা-বাবার হাতে খুন দুই কন্যা
ব্যাকটেরিয়া ত্বকের গভীরে প্রবেশ করা মাত্র রক্তের শ্বেতকণিকা দ্রুত সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে চায়। এতে ত্বকের স্বাভাবিক গঠনতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ত্বক তার নিজস্ব শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াকে ক্রমাগত ঠেলে বের করে দিতে চায়। এ পরিস্থিতিতে আপনার পূর্বের ব্রণটি আরও ফুলে ফেঁপে একটি ব্যথাযুক্ত বড় ব্রণে পরিণত হয়ে ওঠে।
এরপর খোঁটানো না থামালে সেই ব্যথাযুক্ত ব্রণ শক্ত দানাদার গোটা মানে ‘সিস্ট’-এ পরিণত হয়।
তাই মুখে ব্রণ উঠলে কোনভাবেই তা খোঁচানো যাবে না। বরং ব্রণ যেন না ওঠে সেদিকে সতর্ক নজর রাখতে হবে।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য