সাতক্ষীরায় দুই মামলায় রিজেন্ট সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন

সাতক্ষীরায় দুই মামলায় রিজেন্ট সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন

Other

করোনা ভাইরাস পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির সূত্র ধরে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান আলোচিত প্রতারক সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতে চার্জ গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাহেদকে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানে আদালতে হাজির করা হয়।

আদালত শুনানী শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি স্বাক্ষীগ্রহণের দিন ধার্য করেছেন। পৃথক দুটি মামলায় সাহেদ করীমের বিরুদ্ধে এ চার্জ গঠন করা হয়।

 


পদত্যাগ করলেন লঙ্কান প্রধান নির্বাচক

এমপি পাপুলের চার বছরের সাজা কুয়েতের আদালতে


সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে মামলা দুটির নং এসটিসি ২০৭/২০ (অস্ত্র) ও এসটিসি ২০৮/২০ (চোরাচালান)। মামলা দুটির বাদী র‌্যাব-৬ খুলনার পুলিশ পরিদর্শক মো.নজরুল ইসলাম।

আদালতে সাহেদ করীমের আইনজীবী অ্যাড. আবু বক্কর সিদ্দিকী জানান, আদালতে সাহেদ করীমকে হাজির করা হলে শুনানী শেষে বিচারক শেখ মফিজুর রহমান ২৩ ফেব্রুয়ারি পৃথক দুটি মামলায় স্বাক্ষী গ্রহণের দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০২০ বছরের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে শাহেদ করিমকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরারা।

এ সময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি, ২৩৩০ ভারতীয় রুপি, ৩টি ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়।  

এ ঘটনায় র‌্যাবের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় ওই শাহেদ করিম ও জনৈক বাচ্চু মাঝি নামের অপর আসামীকে।  

মামলার প্রথম তদন্তকারি নিযুক্ত হন দেবহাটা থানার ওসি উজ্জল কুমার মৈত্র। দুইদিন পর র‌্যাবের এসআই রেজাউল করিম তদন্তকারি কর্মকর্তা নিযুক্ত হয়ে ১০দিনের রিমান্ড নেন শাহেদ করীমকে। জিজ্ঞাসাবাদ শেষে ২৪ আগস্ট বাচ্চু মাঝির হদিস না পেয়ে শুধুমাত্র শাহেদ করিমকে অভিযুক্ত করে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সেই মামলায় চার্জগঠণ করে স্বাক্ষীর দিন ধার্ষ করা হয়েছে।

news24bd.tv / কামরুল