আবুধাবির যুবরাজকে মার্কিন আদালতে তলব

সংগৃহীত

আবুধাবির যুবরাজকে মার্কিন আদালতে তলব

অনলাইন ডেস্ক

একজন সাংবাদিকদের হয়রানি ও মানহানির মামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এবং সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের মার্কিন আদালতে তলব করা হয়েছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে তাদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। এই প্লাটফর্ম ব্যবহার করেই ওই সাংবাদিককে হয়রানি এবং মানহানি করা হয়েছিল।

আমিরাত ও সৌদির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা আল জাজিরার ওই সাংবাদিক ঘাদা ওয়েইসের একজন আইনজীবী জানিয়েছেন, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে তলব করা হয়েছে।

এছাড়া ওয়েইসের মোবাইল ফোন হ্যাক করে তথ্য চুরি এবং সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট হেরফেরের সঙ্গে যুক্তদেরও তলব করা হয়েছে।


পদত্যাগ করলেন লঙ্কান প্রধান নির্বাচক

এমপি পাপুলের চার বছরের সাজা কুয়েতের আদালতে

সাতক্ষীরায় দুই মামলায় রিজেন্ট সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন


মাইক্রোব্লগিংয়ের এই প্লাটফর্ম ব্যবহার করে আদালতে ডকুমেন্ট উপস্থাপন খুবই বিরল ঘটনা। তবে যখন সব মাধ্যম ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছিল তখন যুক্তরাষ্ট্রে এ ধরনের প্লাটফর্ম ব্যবহার করে আদালতে ডকুমেন্ট উপস্থাপনের নজির রয়েছে।

এ ধরনের পদ্ধতি ব্যবহার করে আদালতে তথ্য উপস্থানের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি মামলা।

গত অক্টোবরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি মামলায় আদালতে ডকুমেন্ট উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ। সৌদির এই শীর্ষ নেতার বিরুদ্ধে দেশটির সাবেক একজন গোয়েন্দা সাদ আল-জাবরি ওই মামলা দায়ের করেছিলেন।

news24bd.tv / কামরুল