বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
৪০০ মেয়ের অ্যাকাউন্ট হ্যাক, গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল
অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় মেয়েদের অ্যাকাউন্ট হ্যাক করে গোপন ভিডিও দিয়ে হাতিয়ে নিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকা চাইতেন ২৬ বছরের এক যুবক। এভাবে প্রায় ৪০০ মেয়ের অ্যাকাউন্ট হ্যাক করেছেন।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে এমন ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জি নিউজ।
এক নারী ওই যুবকের বিরুদ্ধে লখনউ পুলিশের কাছে জিডি করলে, তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই যুবক অষ্টম শ্রেণিতে ফেল করার পর আর পড়াশোনা করেননি।
আরও পড়ুন: বিএনপির সাংসদ রুমিন ফারহানার নামে প্রচার করা ছবি ডা. শামীমার
দুজন পেছন থেকে ধরে রাখে একজন ধারাল অস্ত্র দিয়ে বুকে আঘাত করে
উন্নত মগজ মানুষের তাই সবচেয়ে হিংস্র-দয়ালু-আবেগী
ট্রাম্পকে অপ্রাপ্ত বয়স্ক রুশ মেয়ে পাঠানো হতো, ‘ভিডিও ধারণ’!
ওই যুবক জানিয়েছেন, ইউটিউব দেখে শিখেছেন কীভাবে হ্যাক করা হয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এরপর একটা ওয়েব লিঙ্ক পাঠাতেন মেয়েদের। যে সেই লিঙ্কটি খুলে ফেলত তাদেরকে মেইল আইডি ও পাসওয়ার্ড নথিভুক্ত করার জন্য বলা হত। সেখানে মেইল আইডি ও পাসওয়ার্ড দিলেই, যুবক ঢুকে পড়তে পড়তেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
সেখান থেকে তাদের গোপন চ্যাট, ছবি, ভিডিও, কোনও গোপন তথ্য হাতিয়ে ব্ল্যাকমেইল করতেন ওই যুবক। পুলিশ, ওই যুবকের ল্যাপটপ মোবাইল বাজেয়াপ্ত করেছে।
এ বিষয়ে পুলিশ সতর্কবার্তা দিয়েছে, এরকম কোনও লিঙ্ক এলে, তা খুলবেন না। যদি ভুল করে হাত পড়ে যায়, তারপর সেই লিঙ্কে মেইল আইডি ও পাসওয়ার্ড নথিভুক্ত করবেন না।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য