ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে

নিজস্ব প্রতিবেদক

আজ ২৯ জানুয়ারি ২০২১, শুক্রবার। ১৫ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯ তম দিন। এক নজরে দেখে নিন ইতিহাস আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫২৮ -  মোগল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন।

১৫৯৫ -  শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।

১৬১৩ -  গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।

১৬৭৬ -  দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৭৮০ -  জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজী সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।

১৮২০ -  সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৮৪৫ -  এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৪৮ -  সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।

১৮৬১ -  ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।

১৯১৬ -  প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।

১৯১৯ -  ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।

১৯৮৯ -  হাঙ্গেরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

১৯৯২ -  ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

১৯৯৬ -  ভেনিস অপেরা হাউস লা-ফেনিস আগুনে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়।

১৯৯৬ -  ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

২০০১ -  ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে ।


প্রতিদিন সকালে যে দোয়া পড়তেন বিশ্বনবি

মৌমাছি নিয়ে কুরআনের বাণীকেই মেনে নিলো বিজ্ঞান

চৌদ্দশ বছর পুর্বের নবী (সা.) এর বাণীকে মেনে নিল বিজ্ঞান

জন্ম:

১৮৪৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিন্‌লি জন্মগ্রহণ করেন ।

১৮৬০ -  রুশ চিকিৎসক, ছোটগল্পকার ও নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভ জন্মগ্রহণ করেন।

১৮৬৬ -  নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক জন্মগ্রহণ করেন ।

১৮৯০ -  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে জন্মগ্রহণ করেন ।

১৯২৬ -  নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানী তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী আব্দুস সালাম জন্মগ্রহণ করেন।

১৯৪৭ -  নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী লিন্ডা বি. বাক জন্মগ্রহণ করেন ।

১৯৫৪ -  মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ওপ্রাহ উইনফ্রে জন্মগ্রহণ করেন ।

১৯৭৯ -  আমেরিকান অভিনেতা ও প্রযোজক অ্যান্ড্রু কীগান জন্মগ্রহণ করেন ।

১৯৯২ -  রাশিয়ান ফুটবল খেলোয়াড় আলেকজান্ডার টরকহও জন্মগ্রহণ করেন ।

মৃত্যু:

১৬৭৬ -  রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস মৃত্যুবরণ করেন।

১৮২০ -  ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ মৃত্যুবরণ করেন।

১৮৮৯ -  একজন রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা ওসিপ জেটকিন মৃত্যুবরণ করেন ।

১৯৩৪ -  নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিটজ হাবের মৃত্যুবরণ করেন ।

১৯৩৭ -  কবি আলেকজান্ডার পুশকিন মৃত্যুবরণ করেন।

১৯৬৩ -  আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট মৃত্যুবরণ করেন ।

১৯৭৬ -  একজন বাঙালি সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত মৃত্যুবরণ করেন ।

২০০৮ -  ফরাসি অভিনেতা ফিলিপ খরসান্দ মৃত্যুবরণ করেন ।

২০১১ - এই দিনে অপশক্তির বিরুদ্ধে অকুতোভয় কলম যোদ্ধা সাংবাদিক পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

২০১৩ -  ইংরেজ অভিনেতা বার্নার্ড হরসফাল মৃত্যুবরণ করেন ।

২০১৪ -  আমেরিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক মৃত্যুবরণ করেন ।

news24bd.tv/আলী