তৃতীয় ধাপে ভাসানচর পৌঁছেছেন রোহিঙ্গারা

তৃতীয় ধাপে ভাসানচর পৌঁছেছেন রোহিঙ্গারা

Other

এবার গেলেন ১হাজার ৭৭৮ জন। উন্নত জীবনের আশায় কেউ যাচ্ছেন একা। আবার কেউ যাচ্ছেন পুরো পরিবার নিয়েও। নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন, কক্সবাজারের চেয়ে ভাসানচরের জীবন-যাত্রার মান ভােলো হওয়ায় স্বপ্রণোদিত হয়েই যাচ্ছে রোহিঙ্গারা।

নিরাপত্তা ও উন্নত জীবনের কথা চিন্তা করেই নিজ ইচ্ছায় কক্সবাজার থেকে ভাসানচরে যাচ্ছেন রোহিঙ্গারা। এ কথাই জানালেন ইয়াসমিন নামে এক রোহিঙ্গা।

শুধু ইয়াসমিন নন, তার মতো অনেকেই ভাসানচরের সুন্দর জীবনযাপনের কথা আত্বীয়-স্বজনের কাছে জেনেই নিজ ইচ্ছায় সেখানে যাচ্ছেন।

আরও পড়ুন: নিজের মেয়ে ইভাঙ্কার সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক?

ট্রাম্পের বিরুদ্ধে আবারো যৌন হয়রানির অভিযোগ

ট্রাম্পের গোপন বিষয়ে ‘বোমা’ ফাটালেন স্টর্মি

শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর চারটি জাহাজে ভাসানচরের উদ্দেশে রওয়ানা দেয় এক হাজার৭৭৮ জন রোহিঙ্গা।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, কক্সবাজারের চেয়ে ভাসানচরের জীবন-যাত্রার মান ভালো হওয়ায় স্বপ্রণোদিত হয়েই যাচ্ছে রোহিঙ্গারা। আগামীকালও একহাজার তিন’শ রোহিঙ্গাকে নেওয়া হবে।

এর আগে গেল বছরের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

news24bd.tv তৌহিদ