বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
নিজের সঠিক ওজন বুঝবেন যেভাবে
অনলাইন ডেস্ক
সুস্থ শরীর এবং প্রশান্ত মন স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি। আর এজন্য নিজের ওজন ঠিক রাখাটাও জরুরি।
অনেকেই নিজের ওজন সম্পর্কে সচেতন না এবং না বুঝেই ওজন বাড়ানো-কমানোর জন্য ব্যস্ত হয়ে যান। স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সঠিক ওজন সম্পর্কে জানা ও তা বজায় রাখার উপায় সম্পর্কে জানানো হল।
পেটের মেদ ও কোমড়ের মাপ আপনার শারীরিক সুস্থতার অনেকটাই নির্দেশ করে। এর মধ্যদিয়ে স্থূলতা, হৃদরোগ ও দীর্ঘমেয়াদি রোগ যেমন: টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা যায়।
কোমড়ের মাপ পুরুষের জন্য ৪০ ইঞ্চির কম ও নারীদের জন্য ৩৫ ইঞ্চির কম আদর্শ।
সঠিক ওজন বজায় রাখার জন্য স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ এবং সঠিক খাবার গ্রহণ করা প্রয়োজন। এই জীবনধারা মেনে চলতে থাকেন তাহলে প্রাকৃতিকভাবেই ওজন নিয়ন্ত্রণে থাকবে।
সুস্থ থাকা মানে কেবল ওজন কমানো নয়, অনেকসময় পেশির কারণেও ওজন বৃদ্ধি পেতে পারে। তারমানে এই নয় যে, আপনি স্থূলকায় বা অযোগ্য।
আপনার ওজন যদি স্থিতিশীল থাকলে এবং এই ওজন দীর্ঘদিন ধরে স্থির ও আপনি বেশ সুস্থবোধও করেন। তাহলে বুঝে নেবেন আপনার আদর্শ ওজন আপনি অর্জন করেছেন।
ওজন স্থির হওয়ার পরে তা আর কমানো বা বাড়ানোর জন্য চেষ্টা প্রচেষ্টা চালানোর দরকার নেই।
পোল্যান্ডে গর্ভপাত নিষিদ্ধ, দেশজুড়ে বিক্ষোভ
শরীয়াহ আইনে সমকামিতার শাস্তি কার্যকর, প্রকাশ্যে সাজা পেল দুই যুবক
শুটিং সেটেই ঘুমিয়ে পড়লেন নায়িকা (ভিডিও)
গবেষকদের মতে, সঠিক ওজন মানুষের শরীর ও মন ভালো রাখে। তাই বিএমআই অনুযায়ী নিজের সঠিক ওজন সম্পর্কে নিশ্চিত হওয়া ও তা বজায় রাখা প্রয়োজন।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য