রাশিয়ার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিলো ইরান

রাশিয়ার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিলো ইরান

Other

ব্রিটেনের আরেকটি নতুন টিকা নোভাভ্যাক্স নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে ৮৯ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই টিকাটি সরবরাহের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার।  

বৃহস্পতিবার রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। একইদিনে চীনের উহানে করোনার উৎস তদন্তে মাঠ পর্যায়ের কাজে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল।

২৪ ঘণ্টায় বিশ্বে মোট সংক্রমণ ছাড়িয়েছে ১০ কোটি ২০ লাখ। আর ২২ লাখ ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা।  

বিশ্বজুড়ে বেশ কয়েকটি করোনা ভ্যাকসিনের চলমান টিকাদান কর্মসূচির মধ্যেই নতুন আরেকটি ভ্যাকসিন নিয়ে ইতিবাচক তথ্য দিলো যুক্তরাজ্য। নোভাভ্যাক্স এর টিকাটি ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধেও ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর বলে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে।

টিকাটির এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক প্রশাসন এখন ভ্যাকসিনটি মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন তিনি। এখন পর্যন্ত যুক্তরাজ্যের সংরক্ষণে রয়েছে টিকাটির ৬ কোটি ডোজ।

আরও পড়ুন:


পুতিনের গোপন রাজপ্রাসাদ, ২০ হাজার একরের এক সাম্রাজ্য! (ভিডিও)

পাপুলের মাধ্যমে সরকারের দুর্নীতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল: রিজভী

ঘরে বসেই এইচএসসির ফল পাবেন যেভাবে

এইচএসসির ফল আগামীকাল


বয়স্ক মানুষদের বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া না যাওয়ায় ৬৫ বছরের বেশি মানুষদের আপাতত অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। যদিও ব্রিটেনের দাবি, সব বয়সীদের জন্যই কার্যকর এই ভ্যাকসিন। ইউরোপীয় কমিশনের অনুরোধে টিকাটির উৎপাদন নিয়ে বৃহস্পতিবার তদন্ত শুরু করেছে বেলজিয়ামের নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার নতুন বৈশিষ্টের করোনা শনাক্তের একটি কিট আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। একইদিনে তাদের স্পুটনিক ফাইভ টিকাটি জরুরি ব্যাবহারের অনুমোদন দিয়েছে ইরান। পাশাপাশি চীন ও ভারত থেকেও টিকা আনার সম্ভাবনা পর্যালোচনা করে দেখছে রুহানি প্রশাসন।

এদিকে, চীনের উহানে তদন্তে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষঞ্জ দলটি কোয়ারেন্টাইন শেষে মাঠ পর্যায়ের কাজ শুরু করেছে। দলটি আরো অন্তত দুই সপ্তাহ চীনে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনই তদন্ত নিয়ে ব্যাপক আশাবাদী না হওয়ার অনুরোধ জানিয়েছে ডব্লিউএইচও।

news24bd.tv আহমেদ