৬৩ পৌরসভায় নির্বাচন কাল

৬৩ পৌরসভায় নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় ধাপের ৬৩টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে কাল। সকাল আটটা থেকে শুরু হয়ে এক টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। আগের রাতে সিল মারা ঠেকাতে ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন।

নির্বাচন সুষ্ঠু করতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে  নির্বাচন কমিশন।

নির্বাচনি আইন অনুযায়ী, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রচার শেষ হওয়ার কথা। সে অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোটের প্রচার শেষ হয়েছে। এ ভোট নিয়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কা-উৎকণ্ঠায় রয়েছেন প্রার্থী ও ভোটারদের মাঝে।

আরও পড়ুন:


রাশিয়ার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিলো ইরান

পুতিনের গোপন রাজপ্রাসাদ, ২০ হাজার একরের এক সাম্রাজ্য! (ভিডিও)

পাপুলের মাধ্যমে সরকারের দুর্নীতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল: রিজভী

ঘরে বসেই এইচএসসির ফল পাবেন যেভাবে


এ ধাপের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও। সংশ্লিস্টরা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য ও  ঝুঁকিপূর্ণ কেন্দ্রে  র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। দেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৮টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

news24bd.tv আহমেদ