ব্রিটেনে গাড়ি নির্মাণের সংখ্যা কমেছে

ব্রিটেনে গাড়ি নির্মাণের সংখ্যা কমেছে

Other

গেল বছর ব্রিটেনে নতুন গাড়ি নির্মাণের সংখ্যা এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। সংখ্যার হিসেবে এটি ৯ লাখ ২১ হাজারের কম, যা ১৯৮৪ সালের পর সর্বনিন্ম বলে জানিয়েছে দা গার্ডিয়ান।

গণমাধ্যমটি জানায়, ২০২০ সালে দেশটিতে তৈরী হওয়া গাড়ির প্রকৃত সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৯২৮টি। পূর্ববর্তী বছরের থেকে ২৯ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে সংখ্যাটি।

ব্রিটেনে উৎপাদন ও রপ্তানি বাজারে যথাক্রমে ৩০ দশমিক ৪ শতাংশ এবং ২৯ দশমিক ১ শতাংশ পতন দেখা গেছে। দেশটিতে নির্মিত ১০টি গাড়ির আটটিরই অভিমুখ বিদেশের দিকে, যা ইউরোপীয় ইউনিয়নের সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্বকে জোরালো করেছিল বলে জানিয়েছে গার্ডিয়ান।

news24bd.tv আহমেদ