জিভের কালো দাগ দূর করার ৪ উপায়

জিভের কালো দাগ দূর করার ৪ উপায়

অনলাইন ডেস্ক

মৃত কোষ, ব্যাকটেরিয়া, খাবার ভালোভাবে পরিষ্কার না হওয়াসহ বিভিন্ন কারণে জিভে দাগ হতে পারে। তবে জিভের এই দাগ দূর করার কয়েকটি উপায় আছে।

আসুন উপায়গুলো জেনে নেই-

দারুচিনি এবং লবঙ্গ:

দারুচিনি এবং লবঙ্গও জিভের কালো দাগ দূর করতে দারুন কাজ করে। দুই টুকরো দারুচিনি ও চারটি লবঙ্গ নিন।

এক গ্লাস পানিতে ভালো করে ফুটিয়ে ঠাণ্ডা করুন। তারপর সেই পানি দিয়ে গার্গল করুন। দিনে দু'বার এটা করলে কালো দাগ দূর হবে।

রসুন:

জিভের কালো দাগের ওপর এক কোয়া রসুন নিয়ে ঘষুন।

এক মাস ধরে প্রতিদিন এটি করলে ভালো ফল পাবেন।


ওবায়দুল কাদের ও মির্জা কাদেরকে এবার চ্যালেঞ্জ ছড়ে দিল ভাগিনা

অনুশীলনে যায়নি সাকিব

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন স্টার্ক!

এমপি পাপুলের চার বছরের সাজা কুয়েতের আদালতে


অ্যালোভেরা:

অ্যালোভেরা কোলাজেন কাঠামোর উন্নতি করে দাগ দ্রুত নিরাময় করতে সহায়তা করে। জিভের কালো দাগে অ্যালোভেরা জেল লাগালে দাগ ধীরে ধীরে চলে যাবে। অ্যালোভেরা জুস খেলেও কাজ হবে।

নিম:

নিম ব্যাক্টেরিয়াল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং এটি প্রাকৃতিক দাগ অপসারণকারী। কয়েকটি নিম পাতা এক কাপ পানিতে ভালো করে ফুটিয়ে নিন। এবার এই পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এক সপ্তাহে প্রতিদিন দু'বার করে এটা করলে জিভের দাগ চলে যাবে।  

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক