প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
আব্বু এখন বলে, ওরা যে কী ইংরেজি বলে বুঝি না
রাউফুল আলম
ইংরেজি ভাষার প্রতি আব্বার খুব প্রীতি। আব্বা ইংরেজিতে লিখতে এবং বলতে খুব পছন্দ করেন। কেউ যদি তার সাথে কয়েকটা ইংরেজি বাক্য বলে—তাহলে আব্বা নগদে তাকে মেধার সার্টিফিটেক দিয়ে দিবেন। আব্বাদের প্রজন্মের মধ্যে এই ইংরেজিপ্রীতিটা প্রবল। আমি যখন স্টকহোমে থাকি, আব্বা আমাকে ফোন করলেও, মাঝে মাঝে ইংরেজিতে চিঠি লিখতেন।
আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আব্বাকে ইংরেজিতে কয়েকটি চিঠি লিখতে হয়েছিলো। আব্বা চাইতেন আমি তাকে ইংরেজিতে লিখি। কিন্তু ভাষার প্রতি আলাদা করে জোর দেওয়া আমার হয়ে ওঠেনি কখনো। আমি যতটুকু শিখেছি, সেটা হলো চালিয়ে দেওয়ার জন্য। এখন আমার ভুল হলে নীতু চালিয়ে নেয়। কিছুদিন পর, তাহান চালিয়ে নিবে!
আরও পড়ুন:
দুজন পেছন থেকে ধরে রাখে একজন ধারাল অস্ত্র দিয়ে বুকে আঘাত করে
উন্নত মগজ মানুষের তাই সবচেয়ে হিংস্র-দয়ালু-আবেগী
ট্রাম্পকে অপ্রাপ্ত বয়স্ক রুশ মেয়ে পাঠানো হতো, ‘ভিডিও ধারণ’!
বড় বোনকে বিয়ে না দেওয়ায় ছোট বোনকে ধর্ষণ
সঙ্গমে রাজি নয় ষষ্ঠ স্ত্রী, সপ্তম বিয়ের জন্য কনে খোঁজছে ৬৩ বছরের বৃদ্ধ
২০১৯ সালে, আব্বা আমেরিকা আসার সময় ইমিগ্রেশনে কীভাবে কী করবে বলে দিচ্ছিলাম। দেখলাম, আব্বা খুব কনফিডেন্ট। বললো, ইংরেজি তো কিছু জানি। মানুষের সাথে যোগাযোগে সমস্যা হবে না।
মনে মনে বললাম, ইংরেজি টেস্টে পোলাপাইন কতো কতো স্কোর তুলে এসে ওদের কথা বুঝে উঠতে পারে না! তবে, আব্বার কনফিডেন্ট দেখে ভাল্লাগছিলো।
আমেরিকা আসার কয়েকদিন পর লক্ষ্য করলাম আব্বা একটু হতাশ। বললো, ওরা যে কী ইংরেজি বলে বুঝি না! ওদের উচ্চারণ আর আমাদের উচ্চারণে তো কোনো মিল নাই!
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য