মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগাম শুরু: মেয়র আতিক
এস্ট্রেজেনেকার সঙ্গে হওয়া চুক্তি প্রকাশ্যে আনলো ইইউ
অনলাইন ডেস্ক
ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তির একটি সম্পাদিত সংস্করণ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। উভয় পক্ষের মধ্যে কিছুদিন ধরে ভ্যাকসিন নিয়ে উত্তেজনা চলছে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নকে ভ্যাকসিন সরবরাহের হার কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় এস্ট্রাজেনেকা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানিটির ওপর চাপ প্রয়োগ করেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। এ খবর দিয়েছে বিবিসি।
আরও পড়ুন
পরপুরুষের সঙ্গে যে নারী মদের আড্ডায় বসে সে ভালো হতে পারে না: কাদের মির্জা
ওবায়দুল কাদের ও মির্জা কাদেরকে এবার চ্যালেঞ্জ ছড়ে দিল ভাগিনা
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন স্টার্ক!
খবরে বলা হয়, এস্ট্রাজেনেকার সঙ্গে স্বাক্ষরিত ওই চুক্তিটি গত বছরের আগস্ট মাসের। একে 'বাধ্যতামূলক আদেশ' দাবি করে কোম্পানিটির কাছে ভ্যাকসিন রপ্তানি কমিয়ে দেয়ার ব্যাখ্যা চেয়েছে ইউরোপীয় কমিশন। ধারণা করা হচ্ছে, এই ভ্যাকসিনটি শীগগিরই অনুমোদন দেবে ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা। এস্ট্রাজেনেকা দাবি করেছে, তাদের দুটি প্লান্টে উৎপাদন ব্যহত হওয়ায় রপ্তানির গতি কমে যাচ্ছে।
যে দুটি প্লান্টে উৎপাদন কমে গেছে সে দুটি নেদারল্যান্ড ও বেলজিয়ামে। আগস্ট মাসে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, অনুমোদন পাওয়ার পরই ৩০ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার কথা এস্ট্রেজেনেকার। সম্ভব হলে আরো ১০ কোটি দেয়ার কথা রয়েছে। তবে ইইউ জানিয়েছে, মার্চ মাসের মধ্যে এস্ট্রেজেনেকা চুক্তির মাত্র চার ভাগের একভাগ ভ্যাকসিন সরবরাহ করতে পারবে। এখন ইইউ সিদ্ধান্ত নিয়েছে, এস্ট্রাজেনেকা প্রতিশ্রুতি ভঙ্গ করছে সেটি জানাতে এখন তারা ওই চুক্তি প্রকাশ্যে নিয়ে আসবে।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য