দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ

দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।  

দিল্লি পুলিশ জানিয়েছে, বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা।

দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ঘটেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আবশ্যক

সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত

মাহবুব তালুকদারকে পদত্যাগ করতে বললেন ডা. জাফরুল্লাহ

অ্যাপেন্ডিক্সে হলে বুঝবেন যেভাবে


ধারণা করা হচ্ছে, এটা সন্ত্রাসবাদী হামলা।

ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, দূতাবাসের সমস্ত কর্মীরা সুরক্ষিত আছেন।

news24bd.tv নাজিম