এমপি পাপুলের বিরুদ্ধে আরো দু্ই মামলা কুয়েতের আদালতে

এমপি পাপুলের বিরুদ্ধে আরো দু্ই মামলা কুয়েতের আদালতে

Other

এমপি পাপুলের এক মামলায় চার বছরের সাজা হলেও- কুয়েতের আদালতে বিচারাধীন আরো দুই মামলা। এমনটাই জানালেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: আশিকুজ্জামান।  

সাজার বিরুদ্ধে আগামী সপ্তাহে আপিলের প্রস্ততি নিচ্ছেন এদিকে-আইনমন্ত্রী বলেছেন- এমপি পাপুল সংসদ সদস্য পদ হারাচ্ছেন কি না, রায়ের কপি হাতে পেলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন স্পিকার। তবে-অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে-সাংসদ থাকার যোগ্যতা হারিয়েছেন এমপি পাপুল।

 

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল। মানব পাচার, অর্থ পাচার ও ঘুষ লেনদেনের তিন মামালার একটিতে চার বছরের কারাদণ্ডের খবর কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমের শিরোনাম। বিষয়টি এখন টক অব দ্যা কান্ট্রি।

গেলো বছর কুয়েত সিআইডি’র নথিতে উঠে আসে অন্তত ২০ হাজার মানুষকে অবৈধভাবে কুয়েতে পাচারে জড়িত পাপুল।

এর মাধ্যমে হাতিয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। এসব অভিযোগে গেল বছরের ৬ জুন রাতে কুয়েতে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।

অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন- কুয়েতে ৪ বছরের সাজার রায়ে এমপি পাপুল সংসদ সদস্য পদের বৈধতা হারিয়েছেন।


তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আবশ্যক

সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত

মাহবুব তালুকদারকে পদত্যাগ করতে বললেন ডা. জাফরুল্লাহ

অ্যাপেন্ডিক্সে হলে বুঝবেন যেভাবে


পাপুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নে, আইনমন্ত্রী আনিসুল হক বললেন রায়ের কপি পেলেই ব্যবস্থা নেবেন স্পীকার।

সাজার বিরুদ্ধে আগামী সপ্তাহে আপিলের প্রস্ততি নিচ্ছেন পাপুলের আইনজীবী। পাপুলকে ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয় ১৯ লাখ কুয়েতি দিনার অর্থাৎ ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা। কুয়েতে ক্লিনিং কোম্পানির সুপারভাইজার থেকে পাপুল হয়ে উঠেন কোম্পানির মালিক ও প্রভাবশালী এক ঠিকাদার।

news24bd.tv নাজিম