কেমন চলছে প্রমিলা ক্রিকেটারদের ক্যাম্প

ফাইল ছবি

কেমন চলছে প্রমিলা ক্রিকেটারদের ক্যাম্প

Other

করোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে গেলো তিন জানুয়ারি শুরু হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নিয়েছেন ৩২ জন নারী ক্রিকেটার।  

মাসব্যাপী এই ক্রিকেট ক্যাম্পের শুরুতেই কাজ হয়েছে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। এরপর স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি, ঝালিয়ে নেয়া হয়েছে তাদের ম্যাচ ফিটনেসও।

আর, এজন্য কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তারা।  

বিসিবির উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ জানান, মেয়েদের ফিটনেস নিয়ে যে পরিকল্পনা ছিলো ক্রিকেট বোর্ডের তা সফল ভাবে বাস্তবায়ন হয়েছে।  


তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আবশ্যক

সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত

মাহবুব তালুকদারকে পদত্যাগ করতে বললেন ডা. জাফরুল্লাহ

অ্যাপেন্ডিক্সে হলে বুঝবেন যেভাবে


তবে, আন্তর্জাতিক ম্যাচের জন্য মেয়েরা প্রস্তুত কিনা, তা জানতে আরো তিনটি ধাপ পার করতে হবে বলেও জানান তিনি। ওয়ানডে সিরিজ খেলতে মার্চের শেষদিকে বাংলাদেশে আসার কথা সাউথ আফ্রিকা ইমার্জিং দলের।

মাঝের সময়ে জাতীয় লীগ আয়োজনের ভাবনা রয়েছে বিসিবির।

news24bd.tv নাজিম